×

খেলা

জার্মানি-স্পেন পয়েন্ট ভাগাভাগি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:১৫ পিএম

জার্মানি-স্পেন পয়েন্ট ভাগাভাগি

ম্যাচের ৯৫ মিনিটে সমতা সূচক গোলদাতা জোসে লুইস গায়ারকে ঘিরে স্পেনের খেলোয়াড়দের উল্লাস

উয়েফা নেশন্স লিগে শেষ মুহূর্তে গোল করে জার্মানিকে ১-১ গোলে রুখে দিয়েছে স্পেন। শুক্রবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে ২ দল। আর দীর্ঘদিন পর খেলতে নেমেই পয়েন্ট ভাগাভাগি করে ২ দলকে সন্তুষ্ট থাকতে হয়। অবশ্য ম্যাচটিতে পূর্ণ পয়েন্ট পেতে পারত জার্মানি। ম্যাচের ৫১ মিনিটের সময় তিমো ওয়ের্নারের গোলে এগিয়ে যায় ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। কিন্তু স্পেন ম্যাচের ৯৫ মিনিটের সময় জোসে লুইস গায়ার গোলে জার্মানিকে রুখে দিতে সমর্থ হয়। ম্যাচটিতে স্পেন গোল করার খুব বেশি সম্ভাবনা তৈরি করতে পারেনি। ফলে একটা সময় মনে হচ্ছিল জার্মানির বিপক্ষে তারা কোনো গোলই করতে পারবে না। যদি স্পেন এই ম্যাচটিতে গোল করতে না পারত তাহলে ৪০ ম্যাচ পর কোনো গোল না করে তাদের মাঠ ছাড়তে হতো। কিন্তু ভাগ্যে তাদের গোল লেখা ছিল। আর তাই তো রেফারি যখন ম্যাচের শেষ বাঁশি বাজাতে যাবেন ঠিক তখনই স্পেন গোলের দেখা পায়। এদিকে এমন শেষ মুহূর্তে গোল হজম করায় কিছুটা হতাশ জার্মান কোচ জোয়াকিম লো। তবে তার ছেলেরা ম্যাচটি ড্র করলেও তাদের পারফরমেন্সে তারা খুশি। ম্যাচ শেষে এ ব্যাপারে জোয়াকিম লো বলেন, ‘আমরা দারুণ লড়াই করেছি। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করায় আমি কিছুটা হতাশ। কিন্তু ছেলেরা মাঠে ম্যাচে জেতার যে চেষ্টা দেখিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমরা তাদের প্রচণ্ড চাপে রেখেছি। এমনকি তাদের কোনো সুযোগও নিতে দেইনি। এজন্য তাদের চেয়ে আমরা বেশি সুযোগ পেয়েছিলাম। তাছাড়া এই লাইনআপে আমরা প্রথমবারের মতো খেলেছিলাম। এতে ভালোই খেলেছি।’ এদিকে ২০১৮ বিশ^কাপে ভরাডুবির পর নতুন করে দল সাজানোয় মনোযোগ দিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। আর তাই তার দলে মাত্র ১ জন বাদে সবাই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা বায়ার্ন মিউনিখ থেকে কেউ জায়গা পাননি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের আরেক সফল দল আরবি লাইপজিগ থেকে কেউই জোয়াকিমের দলে জায়গা করে নিতে পারেননি। অপরদিকে স্পেনও তাদের দলে বেশ বড় কয়েকটি পরিবর্তন আনেন স্পেন কোচ লুইস এনরিক। এর মধ্যে তিনি জায়গা দেন বার্সেলোনায় খেলা ১৭ বছর বয়সি আনসু ফাতিকে। নেশন্স লিগের গ্রুপ ‘এ’-এর অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন। ম্যাচের ১৪ মিনিটের সময় আন্দ্রি ইয়ারমোলেনকোর গোলে এগিয়ে যায় ইউক্রেন। তবে ম্যাচের ৪১ মিনিটের সময় হারিস সেফেরোভিকের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। প্রথমার্ধে ২ দলের কেউ আর গোল করতে পারেনি। এরপর ৬৮ মিনিটের সময় অলেকন্দ্রার জিনসেনকোর গোলে ফের ব্যবধান পায় ইউক্রেন। শেষ পর্যন্ত তারা ২-১ গোলের ব্যবধানের জয় তুলে নিতে সমর্থ হয়। গ্রুপ ‘এ’-এর লিগ-৪ এ এখন শীর্ষস্থানে রয়েছে ইউক্রেন। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। আর একমাত্র পরাজিত দল হিসেবে চতুর্থ স্থানে রয়েছে সুইজারল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App