×

খেলা

করোনা পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:১০ পিএম

করোনা পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরীক্ষা করে ফলাফল নেগেটিভ পেয়েছিলেন সাবেক বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনা নেগেটিভ হওয়ার পরই কাতার এয়ারওয়েজের বিমানে করে বাংলাদেশে পা রাখেন তিনি। বাংলাদেশে এসে দ্বিতীয়বারের মতো নমুনা দেন তিনি। আর দ্বিতীয়বারের নমুনা পরীক্ষাতেও তার ফলাফল নেগেটিভ এসেছে। গত বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় করোনা পরীক্ষা করান তিনি। একদিন পর শুক্রবার পরীক্ষার ফলাফল পেয়ে যান সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, সাকিবের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন। তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে। সেক্ষেত্রে শুধু আইসোলেশনে থাকলেই যথেষ্ট ছিল। তবে সাকিব যদি তার বাসায় থাকতেন তাহলে তার করোনা পরীক্ষা না করালেও চলত। কিন্তু তিনি বাসায় থাকার বদলে থাকবেন সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপিতে)। সেখানে শনিবার ৫ সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহের জন্য অনুশীলন করবেন তিনি। আর বিকেএসপিতে প্রবেশের জন্য তার করোনা নেগেটিভ সার্টিফিকেটের প্রয়োজন ছিল। সেকারণেই তাকে বাংলাদেশে এসে পুনরায় করোনা ভাইরাস পরীক্ষা করাতে হয়। আর প্রথম পরীক্ষার মতো দ্বিতীয় পরীক্ষাতেও তার করোনা নেগেটিভ আসে। এখন বিকেএসপিতে যাওয়ার ক্ষেত্রে তার সামনে আর কোনো বাধা নেই। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেএসপিতে সাকিব প্রায় ৪-৫ সপ্তাহ অবস্থান করবেন। সেখানে তিনি নিবিড় প্রশিক্ষণে অংশ নেবেন। গত বছরের অক্টোবর মাস থেকে আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব। জুয়ারিদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর কারণে তার ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় বিশ^ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই নিষেধাজ্ঞার পর থেকে এখন পর্যন্ত ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। আর দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই তার হাতে মরিচা পড়েছে। আর সেই মরিচা দূর করার জন্য এখন তাকে কঠোর পরিশ্রম করতে হবে। নিজেকে কঠোর পরিশ্রমে নিয়োজিত করতেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রায় ২ মাস আগেই দেশে ফিরে আসেন সাকিব। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ অক্টোবর। ২৯ অক্টোবর হতে তিনি পুনরায় সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন। আর এই সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ ২৪ অক্টোবর। আর প্রথম ম্যাচটি যেদিন শেষ হবে সেদিনই শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। জানা গেছে, সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে মাঠে নামবেন সাকিব আল হাসান। আর এই ম্যাচটিতে মাঠে নামার জন্যই প্রায় ২ মাস আগে থেকে নিজেকে প্রস্তুত করার কাজে নেমে পড়বেন বিশ^সেরা অলরাউন্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App