×

সারাদেশ

ইউএনও হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪০ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনওর উপর হামলার ঘটনায় ত্রাস যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১৩ রংপুর। গ্রেপ্তারকৃতরা হলো, ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কশিগাড়ী গ্রামের আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম(৪২), যুবলীগের সদস্য উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের পুত্র আসাদুল হক(৩৮), ৩নং সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দক্ষিণ দেবীপুর গ্রামের গোলাম মোস্তফা আদুর পুত্র মাসুদ রানা(৪০), নৈশ্য প্রহরী নাহিদ হোসেন পলাশ(৩৮), চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের পুত্র নবীরুল ইসলাম(৩৫) ও একই এলাকার খোকার পুত্র সান্টু চন্দ্র দাস(২৮) ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্থানীয় গড ফাদারের ছত্র-ছায়ায় দীর্ঘদিন থেকে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাত ঘোড়াঘাট উপজেলার সফল উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর সরকারি বাসভবনে টয়লেটের ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে প্রথমে হাতুড়ি দিয়ে তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে আহত করে। পরবর্তীতে একটি গোপন ফাইল উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আলমারীর চাবি দাবী করছিল। চাবি দেওয়ায় তার শিশু সন্তানকে হত্যা করা হবে এ হুমকি দেয়। এরপরও ইউএনও চাবি না দিলে তাকে হাতুড়ি দিয়ে তার মাথায় উপুর্যপরি আঘাত করে রক্তাক্ত যখম করে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে প্রথমে রংপুর ডক্টরস ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুল্যান্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি হয়েছে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম যুবলীগ নেতা ঘোড়াঘাটের ত্রাস তার বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় এ হামলা বলে অভিমত ব্যক্ত করেছেন মোফাজ্জল হোসেন প্রধান। কশিগাড়ী গ্রামের মিজানুর রহমান জানান, রাস্তার গাছ কাটায় বাধা দেওয়ায় হত্যার হুমকি দেয়। চাটশাল বিলপাড়া গ্রামের আনারুল ইসলাম জানান, রাস্তার দুই ধারে থাকা ইউক্লিপ্টাস গাছ কাটতে বাধা দেওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। গত রমজান মাসে করোনা ভাইরাস কালে ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন ও স্থানীয় এমপি শিবলী সাদিকের প্রতিনিধি ইফতেখার আহমেদ বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষ থেকে স্থানীয় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা মেয়র আব্দুস সাত্তার মিলন ও বাবু কে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিককে করোনাকালীন সময়ে দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণে সন্ত্রাসী যুবলীগ নেতা জাহাঙ্গীর বাহিনী বিভিন্নভাবে বাধা প্রদান করে বলে এমপি শিবলী সাদিক জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App