×

সারাদেশ

মিনি কক্সবাজার খেজুরগাছিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৮ পিএম

মিনি কক্সবাজার খেজুরগাছিয়া
মিনি কক্সবাজার খেজুরগাছিয়া

রং বেরঙের নৌকা ও ট্রলার

মিনি কক্সবাজার খেজুরগাছিয়া

যেন শিল্পীর তুলিতে এক জলচিত্র

মিনি কক্সবাজার খেজুরগাছিয়া

খেজুরগাছিয়া সৈকতে

মেঘনার ঘোলা জলরাশি আর ঢেউয়ের দোলায় মাছ ধরার ট্রলার ও নৌকার ছুটে চলা যেন সভ্যতার গন্তব্যে গড়ে তুলেছে আপন ঠিকানা। চোখের সামনেই আকাশ যেন নেমে এসেছে নদীর কূলে। বালি আর জলের অবিচ্ছেদ্য বন্ধুত্বই যেন মিনি কক্সবাজারের রূপ নিয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়ার এ সৈকতে।

উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ন থেকে দুই কিলোমিটার দূরে এ খেজুরগাছিয়ায় রয়েছে দৈর্ঘ্য ও প্রসস্থে দীর্ঘ আয়তনের সমুদ্র বিচ এবং নদী সংলগ্ন রকমামি উদ্ভিদে ঘেরা সবুজে আচ্ছন্ন কেওরা বন।

সংলগ্ন মৎস্য ঘাট থেকে সমুদ্রের পানে ছুটে চলা রং বেরঙের নৌকা ও ট্রলারে করে জাল ফেলার ছবিও যেন শিল্পীর তুলিতে এক জলচিত্র।

[caption id="attachment_240440" align="aligncenter" width="953"] বিভিন্ন উৎসবে এখানে অনেকেই বেড়াতে আসেন।[/caption]

এছাড়াও খেজুরগাছিয়ার বিচে ঈদ ও পূজাসহ বিভিন্ন উৎসবে ঘুরতে আসে শতশত পর্যটক। ঘুরতে আসা পর্যটকরা বলছেন অপার সম্ভাবনাময় চরফ্যাশনের উপকূলীয় এলাকাগুলো যদি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিনোদনের পর্যাপ্ত সুযোগ ও পর্যটক আকর্ষণে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে উপজেলার অন্যান্য অঞ্চলের বিনোদনসহ খেজুরগাছিয়া পর্যটন এলাকা থেকেও সরকার লাভবান হবে।

[caption id="attachment_240441" align="aligncenter" width="965"] রং বেরঙের নৌকা ও ট্রলার[/caption]

এ অঞ্চলে বিনোদনের অবকাঠামো গড়ে তোলার জন্য উপকূলীয় অঞ্চলকে সম্ভাবনাময় পর্যটনের দ্বারপ্রান্তে নিতে চায় স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

আর তাই জ্যাকবের প্রচেষ্টায় চরফ্যাশন ও মনপুরা অঞ্চলে প্রাতিষ্ঠানিক উন্নয়নের পাশাপাশি অসংখ্য বিনোদনমূলক স্থাপনা নির্মাণ করা হয়েছে।

[caption id="attachment_240442" align="aligncenter" width="966"] যেন শিল্পীর তুলিতে এক জলচিত্র[/caption]

এছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চল কুকরি-মুকরি ইউনিয়নসহ সমুদ্র সৈকত চর তারুয়াকে ইকো টুরিজমের আওতায় আনা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, উপকূল সুরক্ষায় উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমেই টেকসই বেড়িবাঁধ নির্মাণে রঙিন পর্যটনমূলক ব্যবস্থাপনা গড়ে তুললেই দক্ষিণের জনপদ চরফ্যাশন হবে পর্যটনের এক সম্ভানার নতুন দিগন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App