×

সারাদেশ

পণ্যবাহী ট্রাকের চাপ কমেনি পাটুরিয়া ঘাটে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:১১ পিএম

পণ্যবাহী ট্রাকের চাপ কমেনি পাটুরিয়া ঘাটে

ছবি: প্রতিনিধি

পণ্যবাহী ট্রাকের চাপ কমেনি পাটুরিয়া ঘাটে

ছবি: প্রতিনিধি

যানবাহনের চাপ ও পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ না থাকলেও পন্যবাহী ট্রাকের চাপ রয়েছে। জরুরি কাজে ব্যবহৃত পন্যবাহী ট্রাক পারাপার হতে পারলেও পন্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

সাধারণ পরিবহন পার হতে পারলেও ২ থেকে ৩ তিন দিন ফেরি পারের অপেক্ষায় থাকতে হচ্ছে পণ্যবাহী ট্রাকগুলোকে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যবাহী ট্রাকের চাপ কিছুটা কমতে শুরু করেছে।

বিআইডব্লিটিসি’র পাটুরিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক জিল্লূর রহমান জানান, গত কয়েকদিন শিমুলিয়া-কাঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে নাব্যতা সংকট দেখা দিয়েছে। যাত্রীবাহী ও ছোট গাড়ির চাপ না থাকলেও ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

এছাড়া ঘাট এলাকায় চাপমুক্ত রাখতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে পণ্যবাহী এসব ট্রাক রাখা হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App