×

খেলা

করোনা টেস্টের নমুনা দিলেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৭ পিএম

যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় করোনা টেস্ট দিয়েই তাকে বিমানে উঠতে হয়েছে সাকিব আল হাসানকে। বাংলাদেশে আসার পর আর সাকিবের করোনা টেস্ট করানোর বাধ্যবাধকতা ছিল না। শুধু আইসোলেশনে থাকলেই চলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন হওয়ায় শেষ পর্যন্ত তাকে করোনা টেস্ট করাতেই হলো। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাকিবের করোনা টেস্টের নমুনা দেয়া হয়।

যেহেতু আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব তাই করোনা নেগেটিভ রিপোর্ট আসলেই মিলবে বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন। সাকিবের নিজ বাসাতেই করা হয়েছে এই নমুনা সংগ্রহ। এই টেস্টের রিপোর্ট পাওয়া যাবে আগামীকাল শুক্রবার।

আইসিসি থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। তাই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলানোর কথা ভাবা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App