×

পুরনো খবর

৪৯ হাজার গাছে উপকূল বাঁচানোর উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:২০ পিএম

খুলনার কয়রা। সুন্দরবনঘেঁষা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই উপজেলা প্রতিবারই ঘূর্ণিঝড়ের ভয়াবহতার শিকার হয়। সিডর, আইলা কিংবা সর্বশেষ আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে এই উপজেলার বিস্তীর্ণ এলাকা। উপজেলার ১১টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় ক্ষতি হয় অসংখ্য গাছের। এবার সেই ক্ষতি কাটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে ‘আমরাই বাংলাদেশ’, ‘বন্ধু ফাউন্ডেশন অফ বাংলাদেশ’ এবং ‘গিভ বাংলাদেশ’ নামের তিনটি সংগঠন। ‘প্রজেক্ট অক্সিজেন’ নামের ইভেন্টের মাধ্যমে আগামী ৪ সেপ্টেম্বর খুলনার কয়রায় ৪৯ হাজার গাছ রোপণ করতে চায় আয়োজকরা। আয়োজকদের থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০,৫০০টি শিরীষ, ১৬,৫০০টি লম্বু, ২০০০টি পেয়ারা, ২৫০০টি কতবেল, ৫০০টি সফেদা, ২০০০টি তেঁতুল, ৫০০টি কৃষ্ণচ‚ড়া, ৩০০০টি তাল, ৫০০টি বকুল এবং ১০০০টি আমলকী গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। আমরাই বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা আরিফ হোসেন বলছেন, স্বাধীনতার ৪৯তম বর্ষকে উপলক্ষ মেনেই এই কাজের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সেদিন ৪ সেপ্টেম্বর ৪৯ মিনিটে গাছগুলো লাগানোর পরিকল্পনা করছি। এই কাজটি পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মাত্র ৩০ টাকার বিনিময়ে যে কেউ একটি গাছ রোপণের অর্থ দিতে পারবেন এই উদ্যোগে। আসুন, অন্তত পরিবারের সদস্য সংখ্যার সমান গাছের দায়িত্ব নিয়ে বাঁচাই আমাদের উপক‚লীয় এলাকাটাকে। আমি আপনি আমরা সবাই মিলে এগিয়ে এলেই তো বেঁচে থাকবে আমাদের পরিবেশ আর জীববৈচিত্র্য। শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App