×

জাতীয়

স্বামীর সব সম্পত্তির ভাগ পাবে হিন্দু বিধবারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:১০ পিএম

বাংলাদেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন এ মর্মে একটি রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা। কিন্তু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এতকাল। বুধবারের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরআগে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মেয়েরা যাতে পিতার সম্পত্তিতে সমান অধিকার পান, সেই লক্ষ্যে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের প্রস্তাব করে আইন কমিশন। কমিশন বলছে, উত্তরাধিকারসূত্রে সম্পত্তিতে পুত্রের সাথে কন্যাকেও পূর্ণ ও সমান অধিকার দিতে হবে। তবে এই সংস্কারের উদ্যেগে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার প্রতিষ্ঠার উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছেন, তবে হিন্দু সম্প্রদায়ের নেতাদের কেউ কেউ এ ব্যাপারে আপত্তি জানিয়েছেন। হিন্দু আইনের সংস্কারের এই সুপারিশকে সর্মথন করলেও এই সম্প্রদায়ের অনেকেই বলছেন বাংলাদেশের সমাজব্যবস্থা এখনো হিন্দু আইন সংস্কারের উপযোগী নয়। বাংলাদেশে প্রচলিত হিন্দু দায়ভাগ আইন অনুযায়ী স্বীকৃতি প্রাপ্ত ৫ জন নারী সম্পত্তির উত্তরাধিকারী হন। নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে তারা জীবনসত্ত্ব সম্পত্তি ভোগের অধিকার পান। অর্থাৎ জীবন অবসানের সাথে সাথে এই সম্পত্তি পূর্ব মৃত ব্যক্তির পুরুষ উত্তরাধিকারের কাছে চলে যায়। পিতার সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান অধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রস্তাব করা হয়েছে। পুরুষ ও নারীর উভয়কেই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সমান অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উত্তরাধিকার কর্তৃক প্রণীত দায়ভাগ সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে ৫৩ জন সপি--এর মধ্যে মাত্র ৫ জন নারী (মৃতের স্ত্রী, কন্যা, মাতা, পিতামহী ও প্রপিতামহী) রয়েছেন, যারা শুধু যতদিন বেঁচে থাকবেন, ততদিন ভোগদখল করতে পারবেন উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি, তবে মালিকানার অধিকার থেকে বঞ্চিত থাকবেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App