×

সারাদেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে প্রদীপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৭ পিএম

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কক্সবাজার জেলা কারা ফটকে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।

কারাগারের সুপার মোকাম্মেল হোসেন বলেন, মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির একটি দল কারা ফটকে আসেন ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে।

এর আগে সিনহা হত্যা মামলার তদন্ত সংস্থা র‌্যাব বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কারণে ওসি প্রদীপের সাক্ষাৎ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বার বার সময় পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি। তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় পেয়েছে প্রতিবেদন জমা দিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App