×

খেলা

স্পন্সর খুঁজছে বিসিসিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮ পিএম

স্পন্সর খুঁজছে বিসিসিআই

বিসিসিআই

বিখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি গত ১৪ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের জার্সি প্রস্তুত করেছে। কিন্তু চলতি সেপ্টেম্বরে তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে বিসিসিআইয়ের। চুক্তি নবায়নের বিষয় তেমন আগ্রহ দেখা যায়নি নাইকির পক্ষ থেকে। এর পেছনে সবচেয়ে বড় হাত করোনা ভাইরাসের। অতিরিক্ত মূল্য দিয়ে ভারতের স্পন্সর থাকতে চাইছে না নাইকি। তাই কোহলিদের জার্সি ও পোশাকসামগ্রীর জন্য স্পন্সর খুঁজছে বিসিসিআই। সাবেক স্পন্সর নাইকির পরিবর্তে অ্যাডিডাস, পুমা ও ফ্যানকোড এই ৪ প্রতিষ্ঠানের কেউ নতুন স্পন্সর হবেন মনে করা হচ্ছিল। কিন্তু সেটা হয়নি। দাম কমিয়ে দেয়ার পরেও স্পন্সর পায়নি বিসিসিআই। এর আগে ২০১৬ সাল থেকে কোহলি-মিতালিদের আকাশি-নীল জার্সি ও অন্যান্য পোশাকসামগ্রীর স্পন্সর ছিল নাইকি। নামি দামি এ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ম্যাচের জন্য ৮৮ লাখ রুপি করে পেত ভারত। সঙ্গে রয়্যালটি হিসেবে বিক্রি-বাট্টার ১৫ শতাংশ বুঝে নিত ভারতীয় ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে ১০ কোটি রুপি। কিন্তু বর্তমানে করোনার কারণে এত বেশি টাকা দিয়ে নাইকির পক্ষে থাকা সম্ভব নয়। ৪ বছরে সব মিলিয়ে নাইকির কাছ থেকে ৩৭০ কোটি টাকা পেয়েছে বিসিসিআই। বর্তমান পরিস্থিতিতে এত আকাশচুম্বী মূল্য কল্পনাও করা যায় না। এ কারণে ভবিষ্যৎ স্পন্সরদের জন্য চাহিদার মাত্রাটা কমিয়ে দিয়েছিল ভারতীয় বোর্ড। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক খবর অনুযায়ী, প্রতি ম্যাচের জন্য যারা আগে ৮৫ থেকে ৮৮ লাখ টাকা দাবি করত, প্রায় ৩১ শতাংশ কমিয়ে বিসিসিআই এখন সেই ভিত্তিমূল্য নির্ধারণ করেছিল ৬৫ কোটির মতো। ইতোমধ্যে বোর্ড বিরাট কোহলি ও মিতালি রাজদের জাতীয় দলের জার্সির স্পন্সর চেয়ে দরপত্র আহ্বান করেছে। জানা গেছে, বোর্ডের প্রত্যাশার সঙ্গে মিলে গেলে নতুন কোনো পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানই হবে ভারতের নতুন জার্সির স্পন্সর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App