×

খেলা

নেইমার করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

নেইমার করোনায় আক্রান্ত

পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে নেইমার করোনায় আক্রান্ত

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্য়ান মিউনিকের বিপক্ষে ১-০ গোলে হারের ক্ষত এখনো শুকায় নি পিএসজির । হারের ব্যাথা ভুলতেই কিনা দলের সদস্যরা গিয়েছিলেন ইবিজায় সমুদ্র বিলাসে। এখন মরার উপর খারার গাঁ হয়ে উঠেছে দলটির বেশ কিছু তারকা ফুটবোলারের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। প্রথমে অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ফরাসি সংবাদমাধ্যম। নেইমারের সঙ্গে তারাও গিয়েছিল সমুদ্র ভ্রমনে। পরে ক্লাবে ফিরে করোনা পরিক্ষা দিলে করোনা পজিটিভ হন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া ও লিয়ান্দ্রো। নেইমার সে সময় কোভিড-১৯ পরিক্ষা দিলেও সে ছিল নেগিটিভ। যদিও ধারনা করা হচ্ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করোনা আক্রান্ত হওয়ার ঝুকিতে রয়েছেন । তাই তাকেও আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু বুধবার ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপ জানিয়েছে, পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে নেইমার করোনায় আক্রান্ত হলেন। যার জন্য নতুম মৌসুম শুরু করার আগেই বড়সড় ধাক্কা খেলেন পিএসজি সমর্থকেরা। করোনা আক্রান্ত হওয়ার কারনে পিএসজির তিন তারকাকে রাখা হচ্ছে নিবির পর্যবেক্ষনে সেই সঙ্গে করা হচ্ছে নিয়মিত স্বাস্থ পরীক্ষা। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেই তারা নতুন মৌসুমে মাঠে নামতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App