রাজধানীর খাল উদ্ধারে দৃঢ় ভূমিকা দরকার

আগের সংবাদ

নেইমার করোনায় আক্রান্ত

পরের সংবাদ

কারাভোগ শেষে দেশে ফিরল ২৫ বাংলাদেশি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০ , ১০:৩৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২০ , ১০:৪৩ অপরাহ্ণ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ ও লকডাউনে আটকে পড়ার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৫ বাংলাদেশি বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেরত দিয়েছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আটকরা সবাই কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা।

শনিবার (২৯ আগস্ট) মুক্তির আদেশ দিয়েছে ভারতের আদালত। আদেশের পর ৪দিন পর দেশের মাটিতে পা রাখল ২৫ বাংলাদেশি। ভারতের ধুবড়ি আদালতের আদেশের প্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) তারা দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল। সব প্রক্রিয়া শেষ করে বুড়িমারি চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তারা দেশে প্রবেশ করেন।

২৫ বাংলাদেশি

এর আগে, ৩ মে দেশে ফেরার সময় বৈধ উপায়ে ভারতে যাওয়া ২৬ বাংলাদেশিকে আটক করে ভারতের ধুবড়ি পুলিশ। এরমধ্যে একজন ভারতের জেলে মারা যান। আটক ২৫ বাংলাদেশি প্রায় ৪ মাস ভারতের কারাগারে আটক থাকার পর শনিবার ভারতের ধুবড়ি আদালত তাদের মুক্তির আদেশ দেন।

বুড়িমারী ইমিগ্রেশন (ওসি) আনোয়ার হোসেন জানান, ভারতে আটক ২৫ বাংলাদেশির বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ ও ভিসার মেয়াদ শেষ হলে তারা ভারতীয় পুলিশের কাছে আটক হন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কুড়িগ্রামের চিলমারী উপজলোর কয়েকজন পাসপোর্ট দিয়ে ভারতে যান। এর মধ্যে লকডাউনে আটক হন ২৬ জন। ভারতে ২য় দফা লকডাউনের আগে চেংরাবান্ধা চেকপোষ্ট খুলে দেয়ার কথা শুনে রওনা দেন দেশের ফেরার জন্য। কিন্তু ৩ মে আসামের ধুবড়ি জেলার চাপোবৎ থানা পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।

এর মধ্যে গত ১ জুলাই কারা হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা গেলে কয়েকদিন পর তার মরাদেহ দেশে স্বজনদের কাছে কাছে হস্তান্তর করা হয়।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়