×

বিনোদন

লাস্যময়ী দৃশ্যে ভক্তদের ‘টাচ’ করলেন মিথিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৩ পিএম

লাস্যময়ী দৃশ্যে ভক্তদের ‘টাচ’ করলেন মিথিলা

২৭ আগস্ট ছবিটি নিজের পেইজে আপলোড করেন মিথিলা

লাস্যময়ী দৃশ্যে ভক্তদের ‘টাচ’ করলেন মিথিলা

গতকাল ছবিটি পোস্ট করেন মিথিলা। সঙ্গে ক্যাপশন দেন- মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ; উড়ুক উড়ুক তা’রা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব; পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তা’রা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর। ~ জীবনানন্দ দাশ

লাস্যময়ী দৃশ্যে ভক্তদের ‘টাচ’ করলেন মিথিলা

গতকাল ছবিটি পোস্ট করেন মিথিলা। সঙ্গে ক্যাপশন দেন- মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ; উড়ুক উড়ুক তা’রা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব; পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তা’রা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর। ~ জীবনানন্দ দাশ

লাস্যময়ী দৃশ্যে ভক্তদের ‘টাচ’ করলেন মিথিলা

গত ২৪ আগস্ট ছবিটি পোস্ট করেন মিথিলা। ক্যাপশন দেন- সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~ জীবনানন্দ দাশ

লাস্যময়ী দৃশ্যে ভক্তদের ‘টাচ’ করলেন মিথিলা

গত ২৭ আগস্ট ছবিটি আপলোড করেন মিথিলা। ক্যাপশন দেন- 'Cause I need some of that vagueness now It's all come back too clearly Yes I loved you dearly And if you're offering me diamonds and rust I've already paid... ~ Joan Baez

গেল কয়েক দিনেই আগে ফেসবুকে ‘শুদ্ধতম কবি’ জীবনানন্দ দাশের কবিতা ক্যাপশনে ব্যবহার করে একটি ছবি আপলোড করেন মিথিলা। তার পরনে ছিল রূপালি জড়ি পাড়ের বেগুনি শাড়ি। আলো-আঁধারিতে তোলা ছবিটিতে সৃষ্টি হয়েছে মোহময় পরিবেশ। [caption id="attachment_240083" align="alignnone" width="1358"] গত ২৪ আগস্ট ছবিটি পোস্ট করেন মিথিলা। ক্যাপশন দেন-
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
~ জীবনানন্দ দাশ[/caption] বলাই বাহুল্য মিথিলার এরকম ছবি নেটিজেনদের আলোচনার শীর্ষে। ওই ছবিটির ব্যাপারে মিথিলা একটি গণমাধ্যমকে বলেছিলেন “ভাবছি এরকম ছবি মাঝে মাঝেই দেব”। [caption id="attachment_240082" align="alignnone" width="1358"] গতকাল ছবিটি পোস্ট করেন মিথিলা। সঙ্গে ক্যাপশন দেন-
মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ;
উড়ুক উড়ুক তা’রা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক
কল্পনার হাঁস সব; পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর
উড়ুক উড়ুক তা’রা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর।
~ জীবনানন্দ দাশ[/caption] এর পর আরও দুটি ছবি আপলোড করেন মিথিলা। পর পর এমন ছবি মিথিলার ফেসবুক পেইজকেও মাতিয়ে রেখেছে। কমেন্ট বক্স যেন রীতিমতো গরম হয়ে আছে ভক্তদের নানা ধরনের মন্তব্যে। আলো-আঁধারিতে তোলা মোহময় পরিবেশে যেন এক হরিণীর ছায়া। [caption id="attachment_240084" align="alignnone" width="1358"] গত ২৭ আগস্ট ছবিটি আপলোড করেন মিথিলা। ক্যাপশন দেন-
'Cause I need some of that vagueness now
It's all come back too clearly
Yes I loved you dearly
And if you're offering me diamonds and rust
I've already paid...
~ Joan Baez[/caption] যে ছায়াতে তাহসান ও সৃজীতকে জড়িয়েছিল মায়া। প্রিয় অভিনেত্রীকে একটু খোলামেলা ফ্রেমে ছন্দময় দৃষ্টিতে দেখতে ভক্তদের ভালো লাগবে না, একথা তো বলাই যায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App