×

সারাদেশ

লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:২০ পিএম

লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধর মৃত্যু

হাতীর আক্রমণে বিধ্বস্ত ঘর

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণের শিকার হয়ে আশ্রাফিয়া বেগ (৬০) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। ওই সময় হাতির দল ওই বৃদ্ধর বসতঘর গুঁড়িয়ে দেয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সরই ইউনিয়নে আন্ধারি জামালপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আশ্রাফিয়া সেই গ্রামের সাহেব আলী তালুকদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ আদায় করতে উঠে স্থানীয়রা তালুকদারের বসতবাড়ি ভাংচুর অবস্থায় দেখতে পান। সেসময় একটু সামনে গিয়েই দেখেন তালুকদারের স্ত্রী আশ্রাফিয়া বেগম’র মরদেহ ঘরের বাহিরে পড়ে আছে। সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মইন উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে আমরা ওই বৃদ্ধ মহিলার মরদেহ উদ্ধার করি। পরে এলাকাবাসী ও চেয়ারম্যানের অনুরোধে যেহেতু হাতির আক্রমণে মারা গেছেন তাই আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ এলাকাবাসিকে বুঝিয়ে দেয়া হয়। এসআই মইন উদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই সরইর আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতির পাল লোকালয়ে নেমে আসে। ধান, নানা ফসলি ক্ষেত-খামারি, বাগান ও বসতবাড়ি নষ্টকরে এই হাতির পাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App