×

ফিচার

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

কবর থেকে স্বজনদের লাশ তুলে আলাপচারিতা

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

কবর থেকে লাশ তুলে ছবি তুলছে স্বজনরা।

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

কবর থেকে স্বজনদের লাশ তুলে ধুমপান

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

মৃত লাশকে নাচাচ্ছে স্বজনরা।

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

বক্স থেকে স্বজনদের মৃতদেহ বেরকরছে

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

বছরে একদিন মৃতদেহকে সাজিয়ে স্বরণ করা হয়

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

বাচ্চাটি তার পূর্বপুরুষদের মৃতদেহ দেখছে

পূর্বপুরুষদের মৃতদেহের সঙ্গে মাস্তি, চলে ধুমপানও!

বৃদ্ধ তার মৃত স্ত্রীদের স্বরণ করছে

ইন্দোনেশিয়ার তোরজা সম্প্রদায়ের লোকেরা প্রতি বছরের আগস্টে মাসে স্বজনদের মৃত দেহ কবর থেকে তুলে জীবত স্বজনদের সাথে পরিচায় করিয়ে দেন সেই সাথে কথা বলারও চেষ্টা করেন। পূর্বপুরুষদের ওই কঙ্কালটির চোখে পরানো হয় সুন্দর ‘সানগ্লাস’। অনেকে আবার সেলফি তুলেন সেই সাথে তাদের সঙ্গে চলে ধুমপানও!

[caption id="attachment_240156" align="alignnone" width="489"] কবর থেকে লাশ তুলে ছবি তুলছে স্বজনরা।[/caption]

ইন্দোনেশিয়ায় প্রায় এক শতাব্দী ধরে চলে আসছে এই বিশেষ উৎসব। ওই দেশের দক্ষিণ সুলাওয়াসির তোরজা নামের একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে চালু রয়েছে এই বিশেষ প্রথা। বার্ষিক এই উৎসবের নাম ‘মেনে’। বিশেষ এ উৎসবে পূর্বপুরুষদের মৃত দেহ পরিষ্কার করে নতুন পোশাক পরিধান করে আলাপতারিতার সময় চলে ধুমপানও। এ সময় লাশের মুখে সিগারেট জ্বালিয়ে দেয়া হয়। চলে একসাথে খাওয়া দাওয়া। একজন জীবিত মানুষের মত লাশের সাথে আচরণ করা হয়। আর এটাই এই সম্প্রদায়ের রীতিনীতি।

[caption id="attachment_240160" align="alignnone" width="1280"] মৃত লাশকে নাচাচ্ছে স্বজনরা।[/caption]

ইন্দোনেশিয়ার এই তোরজা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এটি। তারা মনে করেন এই উদযাপন মৃত্যু ও জীবনের মধ্যে সংযোগ তৈরি করে। মৃতরা তাদের মধ্যেই বাস করে। তাদেরকে দেখে। এমনকি তাদের শুভ কামনা করে।

[caption id="attachment_240166" align="alignnone" width="750"] বৃদ্ধ তার মৃত স্ত্রীদের স্বরণ করছে[/caption]

এই সম্প্রদায়ের লোকেরা মনে করেন, তারা মারা যাননি বরং তারা অসুস্থ। তাদের মৃত্যুকে সম্মান জানিয়ে এটা করা হয়।

[caption id="attachment_240163" align="alignnone" width="522"] বক্স থেকে স্বজনদের মৃতদেহ বেরকরছে[/caption]

এই উৎসব দেখতে পর্যটকদের যেতে কোন বাধা নেই। বরং এই সম্প্রদায় উৎসবের অংশ হতে উৎসাহ দিয়ে থাকে। মৃতের পর পরিবারের সদস্যদের দেহ মমি করার জন্য মাস, কখনও বছর পর্যন্ত নিজেদের ঘরের মধ্যে সংরক্ষণ করা হয়।

[caption id="attachment_240165" align="alignnone" width="750"] বাচ্চাটি তার পূর্বপুরুষদের মৃতদেহ দেখছে[/caption]

আবার কখনও মৃতদের জন্য তৈরি করা নির্দিষ্ট ঘরে লাশ রাখা হয়। এরপর মমি তৈরি হলে কবর দেয়ার আনুষ্ঠানিকতা ও শোকসভার আয়োজন করা হয়।

[caption id="attachment_240164" align="alignnone" width="750"] বছরে একদিন মৃতদেহকে সাজিয়ে স্বরণ করা হয়[/caption]

এই উৎসব শেষ হওয়ার পর আবার পোশাক খুলে বিভিন্ন উপহার সমেত লাশ কফিনে রেখে দেয়া হয়। ইন্দোনেশিয়ার এই তোরজা সম্প্রদায় প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান ধর্মের অনুসারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App