×

জাতীয়

করোনায় প্রাণহানি আরো ৩৫, শনাক্ত ১৯৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪০ পিএম

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩১৬ জনে। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক হাজার ৯৫০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরো তিন হাজার ২৯০ জন। এ নিয়ে মোট সুস্থ দুই লাখ আট হাজার ১৭৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App