×

সারাদেশ

হত্যার ১৫ দির পর লাশ ফেরত দিল বিএসএফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১১:০৩ এএম

হত্যার ১৫ দির পর লাশ ফেরত দিল বিএসএফ

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আবুল কাশেম (৩৫) নামে বাংলাদেশি যুবক নিহত হওয়ার ১৫ দিন পর অবশেষে তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ ফেরত দেয়া হয়। দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০ (এস) সীমানা পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনস্ত জলঙ্গী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এ সময় জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত মহিষকুণ্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এ সময় দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত উপস্থিত ছিলেন। পরে পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন। গত ১৪ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম ওই সীমান্ত দিয়ে ভারতীয় ভূ-খণ্ডে অনুপ্রবেশ করেন। ওই সময় ভারতের জলঙ্গী থানার মাজদিয়াড় নামক এলাকায় টহলরত বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। পরে তার লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে দফায় দফায় যোগাযোগ করা হলেও নানা জটিলতার কারণে লাশ ফেরত দিতে বিলম্ব হয় বলে বিএসএফ পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App