যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ১৪

আগের সংবাদ

দেড় হাজার বিঘা জমি অনাবাদির আশঙ্কা

পরের সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন রাহাত খান

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০ , ১২:১১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৯, ২০২০ , ৩:০৮ অপরাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার (২৯ আগস্ট) সমাহিত করা হবে। তার স্ত্রী অপর্ণা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর্ণা খান বলেন, উনার (রাহাত খান) শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজ তাকে সমাহিত করা হবে। রাতে মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন রাহাত খান। তিনি ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুর তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপ্রতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাহাত খান বাংলাদেশের খ্যাতিমান একজন কথাশিল্পীও। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার ছিল অবাধ বিচরণ। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান উল্লেখযোগ্য। ষাটের দশক থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন রাহাত খান। এছাড়া, ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের খান পরিবারে জন্ম এই কথা সাহিত্যিকের।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়