×

বিনোদন

সঙ্গীত সাধক ওস্তাদ সুনীল ধর আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১০:৫৯ এএম

সঙ্গীত সাধক ওস্তাদ সুনীল ধর আর নেই

ওস্তাদ সুনীল কুমার ধর

বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জল নক্ষত্র ওস্তাদ সুনীল কুমার ধর আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৩৩ সালের ২৮ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটী গ্রামে জন্মগ্রহণ করেন ওস্তাদ সুনীল কুমার ধর। পরবর্তীতে সপরিবারে ময়মনসিংহ শহরের আঠারবাড়ি এলাকায় বাস করতেন তিনি। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সারওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করে জানান,ওস্তাদ সুনীল ধর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতে ময়মনসিংহ অঞ্চলের একজন পথিকৃৎ। শুদ্ধভাবে নজরুল সঙ্গীতের চর্চা, প্রচার এবং প্রসারের জন্য নিবেদিত সঙ্গীতজ্ঞ ছিলেন ওস্তাদ সুনীল কুমার ধর। সেজন্য তিনি ১৯৬২ সালে ময়মনসিংহ শহরে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ একাডেমি অব ফাইন আর্টস (মাফা)। যা ১৯৬৯ সালে নজরুল একাডেমি হিসেবে নামকরণ করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সারওয়ার জাহান আরো জানান, তিনি জেলা শিল্পকলা একাডেমিতে কয়েক যুগ প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ ক্যাডেট কলেজ, টাঙ্গাইল সিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে প্রশংসার সাথে কাজ করেছেন তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App