×

বিনোদন

মাস্ক পরে হঠাৎ সিনেমা হলে টম ক্রুজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৪:৫৪ পিএম

মাস্ক পরে হঠাৎ সিনেমা হলে টম ক্রুজ

টম ক্রুজ

চমকে যাওয়ার মতো ঘটনা। প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্র দেখলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। সাধারণ দর্শকরা স্বাভাবিকভাবেই চমকে গেছেন। করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ইনস্টাগ্রাম ও টুইটারে ৫৮ বছর বয়সী আমেরিকান এই অভিনেতার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃষ্টিভেজা দিনে গাড়িতে চড়ে প্রেক্ষাগৃহে পৌঁছান তিনি। এরপর নেমেই ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে বলেন, চলে এসেছি। চলচ্চিত্রে ফেরা।

এরপর মাস্ক পরে সাধারণ দর্শকদের মাঝে ছবিটি উপভোগ করেন। এ সময় তাকে হাততালি দিতে দেখা গেছে। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, বড় ক্যানভাসের চলচ্চিত্র। বড় পর্দা। ভালো লেগেছে। প্রদর্শনী শেষ হওয়ার পর প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যাওয়ার সময় টম ক্রুজ বলছিলেন, প্রেক্ষাগৃহে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ভালো লেগেছে ছবিটি।

নেটিজেনদের অনেকের মন্তব্য, টম ক্রুজের ভিডিওটি দর্শকদের আবারও প্রেক্ষাগৃহে ফিরতে উদ্বুদ্ধ করতে পারে। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও তার প্রেক্ষাগৃহে যাওয়াকে কেউ কেউ সাহসের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

টম ক্রুজের নতুন সব ছবির মুক্তি পিছিয়ে গেছে। এর মধ্যে প্যারামাউন্ট পিকচার্স স্থগিত করেছে বহুল প্রতীক্ষিত ‘টপ গান: ম্যাভেরিক’। এটি প্রেক্ষাগৃহে আসবে ২০২১ সালের ২ জুলাই। এরপর নভেম্বরে দর্শকরা গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে তাকে ফের পাবে ‘মিশন: ইমপসিবল সেভেন’ ছবিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App