×

খেলা

হাঁটু গেড়ে মেসিকে থাকার মিনতি জানাব: গাসপার্তও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১১:৫৪ এএম

হাঁটু গেড়ে মেসিকে থাকার মিনতি জানাব: গাসপার্তও

মেসি-গাসপার্তও/ছবি: ইন্টারনেট

“আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করব এবং প্রয়োজনে আমি তার সামনে হাঁটু গেড়ে মিনতি জানাব। জানি না, জোজেপ মারিয়া বার্তোমেউ ও (কোচ) রোনাল্ড কুমান তার সামনে হাঁটু গেড়ে বসেছে কিনা।” ফুটবল নক্ষত্র লিওনেল মেসিকে বার্সেলোনা না ছাড়তে এভাবেই আকুতি জানান সাবেক সভাপতি হোয়ান গাসপার্তও।

তিনি বলেন, “তারপর সে যদি আমার কথা না শোনে, তাহলে চুক্তি ও এর কিছু শর্ত আছে। সে অনুযায়ী তাকে ছাড়তে এক ইউরোও কম করা উচিত হবে না। তোমাকে এত অনুরোধ করার পরও যদি চলে যেতে চাও, তাহলে ৭০ কোটি ইউরো ক্লজ মেনে নিতে হবে।”

লিওনেল মেসিকে ধরে রাখতে বার্সেলোনা সমর্থকদের আকুতির শেষ নেই। ক্লাবের বর্তমান সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের দাবিও উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বার্সেলোনা ছিটকে যাওয়ার পর থেকে মেসির চলে যাওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়। কোচ কুমানও মন বদলাতে পারেননি আর্জেন্টাইন তারকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App