×

জাতীয়

বিদ্যুতে এখনও ভর্তুকি দিতে হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১১:৫৪ এএম

বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হয় বলে সরকার এখনও ভতুর্কি দিচ্ছে। তাই এক্ষেত্রে গ্রাহকরা যেন সচেতন হয়, বিদ্যুতের অপচয় যেন না করে সে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণভবন থেকে বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করে এসব বলেন তিনি। ২টি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি উপকেন্দ্র, ৬টি সঞ্চালন লাইন এবং ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্র, সঞ্চালন ও বিতরণ লাইন বাড়ছে, বাড়ছে গ্রাহক। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। পর্যায়ক্রমে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হবে বলেও জানান সরকার প্রধান। উন্নয়ন হবে সর্বব্যাপী, শহর-গ্রাম বলে কোন ব্যবধান থাকবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App