×

সারাদেশ

ড্রেজার মেশিন পরিবেশ বিনষ্টকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৫:২২ পিএম

ড্রেজার মেশিন পরিবেশ বিনষ্টকারী

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে ২টি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৩শত ফুট পাইপ জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মির ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের কাউড়িয়া কান্দি হাওরে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় ওই অভিযান সম্পন্ন করেন এসিল্যান্ড উর্মি।

জানা যায়, কাউড়িয়া কান্দি গ্রামের মালাই মিয়ার পুত্র জমসেদ ও মঈনুল এবং মগল মিয়ার পুত্র মইন উদ্দিন ৩-৪ বছর যাবত নিষিদ্ধ ড্রেজার মেশিন থেকে সরকারি খাল, বিল, জলাশয় ও কৃষিজমি-ব্যক্তি মালিকানা পুকুর থেকে বালু উত্তোলন করে বাড়ি বাড়ি সাপ্লাই দিয়ে আসছে। বিষয়টি জানার ২৪ ঘন্টার মধ্যে পরিবেশ ও সরকারি আইন রক্ষায় ওই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড।

এ ব্যাপারে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি জানান, ড্রেজার মেশিন একটি পরিবেশ বিনষ্ট করার মাধ্যম। ওই মেশিন ব্যবহার করে মাটি কিংবা বালু উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App