×

আন্তর্জাতিক

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকলেই পাচ্ছেন হাজার ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৩:৫৭ পিএম

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকলেই পাচ্ছেন হাজার ডলার

`ডিজিটাল ডিটক্স’ এর সময়কাল হবে ৪৮ ঘন্টা

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকলেই পাওয়া যাবে হাজার ডলার। অবাক করার মতো হলেও কথাটা সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থা হাজার ডলারের পরিবর্তে এক নতুন কাজের সুযোগ তৈরি করেছে। এই ১০০০ ডলার পেতে হলে শর্ত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকতে হবে। শুধু তাই নয়, সময় কাটাতে হবে একটি জাতীয় উদ্যানে এবং এই সময়েই ইন্টারনেট থেকে নিতে হবে বিরতি।

করোনার এই সময়ে কোনো ব্যস্ততা না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুঁকে পড়ছে মানুষ। যার কারণে নানা রকমের শারীরিক সমস্যাও সৃষ্টি হচ্ছে। এব থেকে একটু মানষিক চাপ কমিয়ে মানুষকে ঘরের বাইরে বের করতেই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাতিষ্ঠানটি বলছে, এই ‘ডিজিটাল ডিটক্স’ এর সময়কাল হবে ৪৮ ঘন্টা। অংশগ্রহণকারীরা নিজের পছন্দ মতো জাতীয় উদ্যান এবং তারিখ বেছে নিতে পারবেন। অংশগ্রহণকারীকে ২৫ অনুর্ধ্ব হতে হবে। আমেরিকাতে কাজ করার যোগ্য এবং অন্যান্য রাজ্যে গাড়ি চালিয়ে যেতে পারবেন এরকম মানুষই অংশ নিতে পারবেন। এই চ্যালেঞ্জের বিজয়ীর নাম ঘোষিত হবে ২৩ সেপ্টেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App