×

পুরনো খবর

হিতে বিপরীত ও সামাজিক ভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৪২ পিএম

হিতে বিপরীত ও সামাজিক ভাবনা
আদর্শ হচ্ছে মানুষের জীবনে উত্তম সম্পদ। সৎ আদর্শ যদি মনের ভেতর লালন হয় সমাজের প্রতিটি ক্ষেত্রে সুন্দর মানুষিকতা বিচরণ করবে। আজ আমাদের সমাজ রাষ্ট্রে অর্থের মূল্যকে সম্মানের মানদণ্ডে বিবেচনা করে সঠিক জ্ঞানী মানুষগুলো অনেক পেছনের সারিতে রয়ে যাচ্ছে, কারণ আমরা অকৃতজ্ঞ জাতি, নতুন কোনো সম্ভাবনা, ভালো কিছুকে আমরা স্বাগত জানাতে পারি না; তাই আজ আমাদের নতুন চিন্তাধারার আধুনিক মননশীল মানুষগুলো নতুন কর্ম প্রতিষ্ঠান গড়ে তুলছে না। তৈরি হচ্ছে না নতুন কোনো উদ্ভাধক। কেন হচ্ছে না এর উদাহরণ প্রতিদিন আমাদের সামনে হাজারো উপস্থাপন হচ্ছে। কারণ আমরা অর্থের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের মানবিক মনুষ্যত্ব সঠিক জ্ঞান হারিয়ে ফেলেছি। মানব জীবনের সুখ-শান্তির জন্য যেমন দরকার অর্থ-সম্পদ বা টাকা ঠিক তেমনই দরকার আদর্শ শৃঙ্খলার ন্যায়পরায়ণ সৎ জীবন। অর্থহীন হলে যেমন কষ্ট ভোগ করতে হয় তেমন আদর্শহীন হলে একে অন্যের দ্বারা কষ্ট ভোগ করতে হয়। আজ আমরা অধিকাংশ মানুষ নৈতিক আদর্শ-শৃঙ্খলার কথা শুনতে ও মানতে অনিচ্ছুক আবার কেউ রাগান্বিতও হই। অথচ আমরা সবাই অন্যের থেকে সুব্যবহারের প্রত্যাশা করি! এ কেমন নীতি? মানব মনের চাহিদা অসীম, কিন্তু জোগান হলো সীমিত। সুতরাং সে যত কোটি টাকার মালিক হোক না কেন, তার মনের চাহিদাসম্পন্ন করতে না পারলে মনের দারিদ্র্য কখনো দূর হবে না। আমরা যে যখন যাই করি তার মূল উদ্দেশ্য হলো সুখ-শান্তি বা আত্মতৃপ্তির, কিন্তু তা সত্তে¡ও সমাজে অশান্তির এই তীব্র আগুন মানুষকে জ্বালিয়ে মারছে কেন? আমরা কোথায় ছিলাম? কোথায় এলাম? কোথায় যাব আর কেন যাব? আমাদের পূর্বপুরুষরা কোথায় গেল? এই জন্ম ও মৃত্যুর রহস্য কী? পরকাল বলে কিছু আছে কিনা এবং যদি থাকে তা আসলে কেমন অর্থাৎ ইহকালের সঙ্গে সেই পরকালের পার্থক্য ঠিক কী রকম হবে? এই চিন্তা-চেতনা না থাকার নাম হলো অনেক বড় মূর্খতা। চেতনার জোয়ার ঘা ভাসিয়ে ন্যায় আর বিবেকের আদালতে ধ্বংস করে আমরা এখন তৈলবাজ জাতিতে ভালো অবস্থানে আছি। কারণ আজকাল আমরা এগুলো অনেক বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি। এমন ঘটে যাচ্ছে সমাজে পিতা-মাতার চেয়ে আমরা অন্যকে অনেক বেশি যোগ্য ভাবি, আমাদের হিতাহিত জ্ঞানটুকু পরিশূন্য হয়ে যাচ্ছে। কারণ আমাদের জ্ঞান, বিবেক অর্থ আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। অথচ এই সমাজ-রাষ্ট্র আপনাকে-আমাকে দিয়ে। অনেক মুখোশের অন্তরালে নানা অপকর্মের চরিত্র আড়াল করে মিথ্যার আশ্রয় নিয়ে সত্যের আলোকে কবর রচনা করে যাচ্ছেন। কারণ মিথ্যার চোরাবালিতে সত্যকে উপলব্ধি করা অনেক কঠিন, তাই প্রতিটি সত্য কথা মিথ্যার কাছে অনেক বেশি লজ্জিত হয়। আমরা মানুষ খেয়াল রাখবেন সৌন্দর্য বরাবরেই মানুষের অন্তরে বাস করে, সে নিজে যত সুন্দর মনের অধিকারী সে অন্যকে তত সুন্দর মন দিয়ে বিবেচনা করে দেখতে পায়। তাই আপনাকে কেউ ছোট মনে করলে নিজকে ছোট মনে করার দরকার নেই কারণ এটি হলো কিছু মানুষের স্বভাবগত চরিত্র এবং বদ অভ্যাস যা অন্যের ভালো কিছু সহ্য হয় না। স্বাভাবিক নিয়মে আমরা সবাই একে অন্যের পরিপূরক, একটি না থাকলে আরেকটির প্রয়োজন হতো না। তাই সবাই আমরা একে অন্যের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র এই প্রয়োজনটাই আমরা সুসম্পর্ক মানবিক মানুষ হিসেবে গণ্য হই। কারণ এ প্রয়োজন থেকে মানবিক গুণসম্পন্ন আলোকিত মানুষ বেরিয়ে আসবে। আমরা যেই যা করি প্রতিদিনের হিসাব মহান সৃষ্টিকর্তার কাছে লিপিবদ্ধ হচ্ছে, তাই জীবন চলার পথে দুটি পথ ভালো এবং মন্দ। ভালো কিছু দুনিয়া ও আখেরাতের কল্যাণে রহে সম্মান মানুষ পাবে তার কর্মগুণে চিরশান্তির অন্যতম বাসস্থান। চেয়ারম্যান, ফ্রেন্ডশিপ ৯৮, করেরহাট, চট্টগ্রাম। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App