×

সারাদেশ

মাদারীপুরে মুক্তিযোদ্ধার নাম ফলক মুছে ফেলার প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৯:২২ পিএম

মাদারীপুরে মুক্তিযোদ্ধার নাম ফলক মুছে ফেলার প্রতিবাদ
মাদারীপুরে সড়কের নাম ফলকে মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জাতীয় পতাকা ও লাল নিশান হাতে নিয়ে মুক্তিযোদ্ধারা মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা সড়কের নাম ফলকে মুক্তিযোদ্ধার নাম নতুন করে সংযোজন ও দোষীদের বিচারের দাবি জানান। জানা গেছে, গত ২৩ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর আওতাধীন খাগদীতে একটি সড়কে বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আব্দুল গফুর খান সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের পেসিডিয়াস সদস্য শাজাহান খান। পরে ওই দিন রাতের আধারে নাম ফলকটি মুছে ফেলে দুর্বৃত্তরা। এরই প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে জেলার মুক্তিযোদ্ধারা আয়োজন করেন এই মানববন্ধনের। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শাজাহান হাওলাদার, মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, শেখ বজলুর রশীদ, জাহাঙ্গীর হোসেন, এসকেনদার আলী মিয়া প্রমুখ। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শাজাহান হাওলাদার, সড়কের নাম ফলক থেকে রাতের আধারে একজন বীর মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলা, চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App