×

খেলা

বার্সেলোনাকে বিদায় মেসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১১:৪৩ এএম

বার্সেলোনার সঙ্গে আর থাকছেন বলে জানালেন লিওনেল মেসি। ২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্ক ছিন্ন করলেন এই ফুটবল যাদুকর। এখন তিনি পারি দেবেন নতুন ঠিকানায়। বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। আর ওই চুক্তি শেষ করেও যেতে রাজি নন মেসি। স্পেনের গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

মেসির এমন সিদ্ধান্তের পর জরুরি মিটিংয়ে বসতে যাচ্ছেন বার্সার উর্ধ্বতন কর্তারা। এদিকে সংবাদ সংস্থা এপি'কে বার্সেলোনার পক্ষ থেকেও বিষটি নিশ্চিত করে জানায়, মেসি মেইলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা' লিখেছে, 'লিও মেসি ফুটবল ক্লাব বার্সেলোনা ছাড়তে চান। বিস্ময় ছাড়া এই বাক্যটা লিখাও কঠিন।'

মেসির সাবেক সতীর্থ কার্লোস এক টুইটে বলেন, 'লিও, তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান। সব সময়ই সমর্থন থাকবে, বন্ধু!' পুয়োলের টুইটের রিপ্লাইয়ে হাততালির ইমোজি দিয়েছেন লুইস সুয়ারেজ, যাকে আজই ফোন করে বার্সা থেকে বিদায় জানিয়ে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান।

২০০০ সালের জুলাইয়ে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার সঙ্গে চুক্তি হয় মেসির। সেই থেকে ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন। অনেকবার অনেক গুঞ্জন উঠলেও কখনও বার্সা ছাড়ার মত পরিস্থিতি হয়নি। এবার যেটা হলো!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App