×

মুক্তচিন্তা

প্রয়োজন বৈদিক বিশ্ববিদ্যালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৩৫ পিএম

বাংলাদেশ সংস্কৃত ও পালি বোর্ডের অধীনে ১২৬টি সংস্কৃত ও ৯৩টি পালি কলেজ রয়েছে। সংস্কৃত কলেজগুলোতে ৩ বছর মেয়াদি কাব্য, ব্যাকরণ, আয়ুর্বেদ, বেদ ও বেদান্ত, পুরাণ, পুরোহিত্য, ও স্মৃতিশাস্ত্র বিষয় পড়ানো হয়। বিশ্বের অনেক দেশে এ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নামের আগে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে আচার্য, স্নাতকোত্তর ডিগ্রিধারীদের শাস্ত্রবিদ, এমফিল ডিগ্রিধারীদের তত্ত্বাচার্য, পিএইডডি ডিগ্রিধারীদের বিদ্যাভারদী পদবি যুক্ত হয়। অনেক বছর ধরে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংস্কৃতে তীর্থ ও পালিতে বিশারদ পাসকৃতদের স্নাতক বা সমমান মর্যাদা পাওয়ার ব্যাপারে দাবি জানিয়ে আসছে। কিন্তু স্নাতক বা সমমান ডিগ্রি প্রদান বাংলাদেশ সংস্কৃত ও পালি বোর্ডের অধীনে সম্ভব নয়, তাই একটি বৈদিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা অত্যন্ত জরুরি। এছাড়া বর্তমানে সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অনুরূপ সংখ্যালঘুদের ধর্মীয় শিক্ষার জন্য বৈদিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি দীর্ঘদিনের। প্রস্তাবিত বৈদিক বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ৪টি স্তরে বিভক্ত করতে হবে, স্তরগুলো হলো স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়, যা যথাক্রমে উপাধি ও উপাধিত্তর প্রতিষ্ঠান নামে পরিচিত পাবে। এক্ষেত্রে বর্তমানে পরিচালিত ১২৯টি সংস্কৃত ও ৯৩টি পালি কলেজে প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিতে বৈদিক সংগীত শাখার জন্য ১. উচ্চঙ্গ সংগীত ২. ভজন, কীর্তন ও শ্যামা সংগীত ৩. উচ্চতর হিন্দু ধর্মীয় সংগীত তিনটি নৈর্বাচনিক বিষয় রাখা প্রয়োজন। বৈদিক চারুকলা শাখার জন্য ১. বৈদিক ড্রয়িং এন্ড পেইন্টিং ২. বৈদিক ভাস্কর্য ৩. গ্রাফিকস ডিজাইন তিনটি নৈর্বাচনিক বিষয় রাখা প্রয়োজন। ট্রেড ইন্সট্রাক্টর ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App