×

মুক্তচিন্তা

আমাদের ফেসবুক জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৪০ পিএম

আমাদের ফেসবুক জীবন
চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, দুর্নীতিবাজ, গুটিবাজ, নেশাখোর, প্রতারক, মলম পার্টি, অপহরণকারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, বেইমান, মিথ্যাবাদী এবং যত নোংরা মানুষ আছে তারা সবাই কিন্তু ফেসবুক চালায়। ফেসবুকে সবাই বাস্তব, সত্য এবং মনের কথা তুলে ধরে। সততার পোস্ট দেয়। নিজে সৎ সেটার গান গায়। আর সেখানে আরো কিছু ভালো-মন্দ মানুষ সহমত, শুভকামনা কিংবা অভিনন্দন লিখে কমেন্ট করে। প্রকৃতপক্ষে কে কতটা ভালো সেটা ফেসবুকে কখনো বিচার করতে পারবেন না। প্রোফাইল দেখে কিংবা পোস্ট পড়ে এখন খারাপ বলতে পারেন না কাউকে। কারণ আপনি তো খারাপ কিছু দেখছেন না। এই যেমন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক সাহেদ, সে তো বিভিন্ন টিভিতে মোটিভেশনাল কথাও বলেছে। আবার সেগুলো তার পেইজ এবং আইডিতে শেয়ারও করেছে। দুয়েক মাস আগে সে যে একজন ভণ্ড প্রতারক সেটা কি কেউ জানতাম? জানতাম না। এভাবেই আমাদের চারপাশে অসংখ্য ভণ্ড, প্রতারক রয়েছে যা আমরা নিজেরাই জানি না। কিন্তু আমরা চোখের পলকেই এসব ভণ্ডদের সম্পর্কে না জেনেই তাদের মাথায় তুলে ফেলি। মূলকথা হচ্ছে, আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো, সৎ, ইমানদার, সত্যবাদী, ন্যায় ব্যক্তি। হক কথাগুলো সবাই ফেসবুকেই বলি। আপনি আরো ভালোভাবে গবেষণা করতে চাইলে আপনার জানা কিছু অসৎ, নোংরা মানুষের ফেসবুক আইডি সংগ্রহ করুন। আর তাদের প্রোফাইলে ঘুরে আসুন। দেখবেন আপনার সব মনের কথাই তিনি বলেছেন। পার্থক্য একটাই। তার লেখার সঙ্গে নিজের কোনোদিক থেকেই মিল নেই। রঙিন এই ফেসবুকে এরকম অহরহ আজব আজব পোস্ট দেখি। যা ফেসবুকের চেয়ে বেশি রঙিন। আর ফেসবুকের পোস্টগুলো এতটাই রঙিন যে কে ভালো আর কে মন্দ সেটা বুঝার কোনো উপায় থাকে না। তাই আজ ফেসবুকের রং মেখে সবাই এই জগতে সৎ এবং সত্যবাদী। ধরা খেলে প্রতারক। পরিশেষে বলতে চাই, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা আমাদের সবার প্রয়োজনে ব্যবহার করি। কিন্তু ফেসবুকের মাধ্যমে কারো ব্যক্তিত্ব আপনি বুঝতে পারবেন না। তাই যে কোনো পোস্ট, লেখায় মন্তব্য করার আগে ভাববেন। বিষয়টার সঙ্গে মানুষটার কতটা যায়। খুলশী, চট্টগ্রাম। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App