×

বিনোদন

ভাবছি মাঝে মাঝেই এরকম ছবি দেব: মিথিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১২:২৬ পিএম

ভাবছি মাঝে মাঝেই এরকম ছবি দেব: মিথিলা

ছবিটি নিজের পেইজে পোস্ট করেন মিথিলা

ভাবছি মাঝে মাঝেই এরকম ছবি দেব: মিথিলা
ভাবছি মাঝে মাঝেই এরকম ছবি দেব: মিথিলা

তাহসান ও সৃজিতকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় বরাবরের মতোই শীর্ষে রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিকযোগাযোগমাধ্যমে মিথিলার ছবি মানেই ভাইরাল, নানা ধরনের মন্তব্য। তবে করোনার কারণে শুটিং বন্ধ থাকায় ফেসবুকেই অ্যাক্টিভ থাকছেন সব শিল্পীরা। একারণেই হয়তো নিয়মিত কী করছেন, কোথায় যাচ্ছেন, অলস বসে থেকে একটা ছবি আপলোড, ফেসবুকিং করেই সময় কাটাচ্ছেন তারা।

হঠাৎ গতকাল মিথিলার পেইজে একটি ছবি কমেন্টে টেনে এনেছে ফলোয়ারদের। পরনে নীল শাড়ি। বেগুনি, সাদা জরির পাড়। অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নায়িকার মতো। কিন্তু ক্যাপশনে আবার জীবনানন্দ দাশের কবিতা, ‘সব পাখি ঘরে আসে, সব নদী—ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’

এক দিনে ছবিটির নিচে লাইক প্রায় লাখের কাছাকাছি। মন্তব্য হয়েছে ১১ হাজারেরও বেশি। শেয়ারও হয়েছে হাজারখানেক। সব মিলিয়ে ছবিটি ব্যস্ত রেখেছে ফলোয়ারদের। জাতীয় গণমাধ্যমের এক সাংবাদিককে মিথিলা বললেন, ‘আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টিনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App