×

জাতীয়

করোনায় রোহিঙ্গা শিবিরে শিশুদের দুর্ভোগ 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০২:২৪ পিএম

করোনায় রোহিঙ্গা শিবিরে শিশুদের দুর্ভোগ 

রোহিঙ্গা শিশুরা

করোনায় রোহিঙ্গা শিবিরে শিশুদের দুর্ভোগ 

রোহিঙ্গা শিশু

কোভিড-১৯ কক্সবাজার জেলায় বসবাসরত ৪ লাখ ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশুদের জীবনকে বাধাগ্রস্ত করে চলেছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো মার্চ থেকে শিবিরগুলোতে শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ আছে। প্রায় ৩ লাখ ১৫ হাজার রোহিঙ্গা শিশু ও কিশোর-কিশোরী তাদের শিক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে। বাবা-মা ও সেবাদানকারীদের সম্পৃক্ত করে এবং ওয়ার্কবুক ও ভিজ্যুয়াল এইড দেয়ার মাধ্যমে বাড়তি শিশুদের পড়াশোনায় সহায়তা করতে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও তার সহযোগীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সোমবার (২৪ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনিসেফ। বিজ্ঞপ্তিতে ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক জিন গফ বলেন, বাংলাদেশে নির্বাসিত অবস্থায় থাকা এসব রোহিঙ্গা শরণার্থী শিশু এবং পরিবারগুলো অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। অকল্পনীয় রকম কঠিন পরিস্থিতিতে তারা রয়েছে যা মৌসুমি বৃষ্টি ও বৈশ্বিক মহামারির কারণে আরো কঠিন হয়ে উঠেছে এবং এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও শক্তি, সাহস ও অধ্যবসায় কী তা পরিবারগুলো প্রতিদিনই আমাদের শিখিয়ে চলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা স্বেচ্ছাসেবী শিক্ষকরা একইসঙ্গে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য এবং হাইজিন বিষয়ক বার্তা দেয়ার মাধ্যমে কেন্দ্রীয় ভূমিকা পালন করে চলেছেন। এর ফলশ্রুতিতে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ শিশু বাড়তি সেবাদানকারীদের তত্ত্বাবধানে পড়াশোনার কার্যক্রমে সম্পৃক্ত ছিল। তবে অনেক বাবা-মায়ের পড়তে ও লিখতে না পারার বিষয়টিসহ উল্লেখযোগ্য অনেক বাধা এখনো রয়ে গেছে এবং ইউনিসেফ শিশুদের পড়াশোনা এবং তথ্যের সঙ্গে যুক্ত রাখার জন্য বিকল্প উপায় অনুসন্ধান অব্যাহত রেখেছে।

জিন গফ বলেন, রোহিঙ্গা শরণার্থী শিশুদের ভবিষ্যতের জন্য তাদের জ্ঞান ও দক্ষতা বিকাশের সুযোগ প্রয়োজন। এটি দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে তাদেরকে সক্ষম করে তুলবে।

ভাইরাসের সংক্রমণের বিস্তার রোধের প্রচেষ্টায় শিবিরে মানবিক সহায়তা কর্মীদের সংখ্যা কমে যাওয়ায় ইউনিসেফ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে নতুন উপায় খুঁজে বের করেছে। এই কার্যক্রমে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও বাংলাদেশী কর্মীরা অপরিহার্য ভুমিকা পালন করছেন এবং কোভিড-১৯ থেকে সর্বাধিক সুরক্ষা দিতে গুরুত্বপূণ সেবা ও তথ্য প্রদানের সাথে কমিউনিটিগুলোকে সংযুক্ত করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App