×

জাতীয়

মোস্তাফা জব্বারের এলাকায় বন্যার্তদের ত্রাণ দিল হুয়াওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৮:৩১ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী এলাকার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার (২৩ আগস্ট) অনলাইনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের মানুষ বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বসবাস করে আসছে। বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের জীবন যাত্রা খুবই কষ্টকর হয়ে পড়ে। তারা বছরে একটি ফসলের ওপর নির্ভরশীল। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানান তিনি। মোস্তাফা জব্বার বলেন, প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ করে তাদের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ফসল রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও মেরামতে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। হাওরবাসীর দোরগোড়ায় ডিজিটাল সুবিধা পৌঁছে দেয়ায় শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন পদ্ধতিতে পড়াশোনা করতে পারছে। ঘরে বসে আউট সোর্সিংয়ে কাজ করে বৈদেশিক মূদ্রা আয় করতে পারছে মানুষ। হাওরের মানুষের কাছে এটি অকল্পনীয় ছিল বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝেং ঝেংজান ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফ ইসলাম বক্তৃতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App