×

জাতীয়

মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে তুলে ধরা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৮:৩৫ পিএম

মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে তুলে ধরা হবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী/ফাইল ছবি।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, মুজিবনগরের পর্যটন সুবিধা উন্নয়নে কাজ চলছে। সেখানে প্রশিক্ষিত গাইড নিয়োগের পরিকল্পনাও রয়েছে সরকারের।

মেহেরপুরের পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে এক অনলাইন কর্মশালায় রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা ও পর্যটনখাতের অংশীজন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলের পর্যটন সম্ভাবনা, সমস্যা ও উত্তরণের উপায় খুঁজে বের করে পর্যটন মহাপরিকল্পনা করার কাজ চলছে। এতে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App