×

সারাদেশ

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পেল অক্সিজেন কনসেন্ট্রেটর   

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৮:৩১ পিএম

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পেল অক্সিজেন কনসেন্ট্রেটর   

ছবি: তৈয়বুর রহমান

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার ই আলম সরকার জীবন এর তৎপরতায় উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ অক্সিজেন কনসেন্ট্রেটরটি আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুভাস চন্দ্র সরকারের হাতে তুলে দেয়া হয়।

অক্সিজেন কনসেন্ট্রেটরটি পাওয়ার পর ডা. সুভাস চন্দ্র সরকার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে  নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে সময় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবারাহ ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। কনসেন্ট্রটরটি উলিপুরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় বিশাল ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রুমি, আওয়ামী লীগের সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার, নাজিম খাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আকবর আলী সরকার, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, সৌমেন্দ্র পান্ডেগবা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App