×

জাতীয়

আগামী কয়েকদিনেও বৃষ্টি থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১২:৫৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সারাদেশে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে উপকূলবর্তী বিভিন্ন এলাকা। সেইসাথে ভাদ্রের বৃষ্টিতে বন্যাপ্লাবিত অঞ্চলে বাড়তে পারে ভোগান্তি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টায়ও এই বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। বৃষ্টির চাপ বেশি থাকবে দেশের দক্ষিণাঞ্চলে। ভারি বৃষ্টিপাতে উপকূলীয় জেলাগুলো ১ থেকে ২ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের কারণে দেশের উপকূলীয় জেলা ও মধ্যাঞ্চলের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তবে, চলমান বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App