মান্দারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগের সংবাদ

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পেল অক্সিজেন কনসেন্ট্রেটর   

পরের সংবাদ

চাকায় পিষ্ট হয়ে নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০ , ৭:৫৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৩, ২০২০ , ১০:৩৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলার উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ১ বছর বয়সী শিশু সামিয়া আক্তারের জীবন প্রদীপ নিভে গেছে। ঘটনাটি ঘটে রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন। এ ঘটনায় চালক আশরাফুল ইসলাম পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে জনতা ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ গ্রামের সাজু মিয়ার স্ত্রী বিথী বেগম ঘটনার কিছুক্ষণ আগে তার শিশু কন্যা সামিয়াকে কোলে নিয়ে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতিতে ইট বোঝাই একটি ট্রাক্টর পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের পেছনের অংশের ডালার ধাক্কায় শিশুটি মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। মুহুর্তের মধ্যে ট্রাক্টরের পিছনের চাকায় শিশুটি পিষ্ট হলে ঘটনাস্থলেই তার জীবন প্রদীপ নিভে যায়।

শিশুকে হারিয়ে বাকরুদ্ধ মা। মর্মান্তিক এ ঘটনা দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে ধাওয়া দিলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। ট্রাক্টরটি সাদুল্ল্যা চাচিয়ার পাড় গ্রামের ইউনুস আলীর পুত্র শামীমের বলে জানায় স্থানীয়রা।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়