×

জাতীয়

মালয়েশিয়ায় কারাভোগের পর রাতেই দেশে আসছেন রায়হান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৮:৪৩ পিএম

মহামারীর মধ্যে অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণের সমালোচনা করে আল-জাজিরার তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকার দেয়া রায়হানকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়ার নেয় মালয়েশিয়া পুলিশ। অবশেষে কারাভোগের পর রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতেই তাকে কুয়ালা লামপুর বিমানবন্দর (কেএলআইএ) থেকে ঢাকার ফ্লাইটে ফেরত পাঠানোর কথা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ জানিয়েছেন বলে মালয়েশিয়াভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এক বিবৃতিতে দাউদ বলেছেন, ডিপোর্টেশন টিম রাত ৯টায় মো. রায়হানকে কেএলআইএ- এ নিয়ে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App