×

খেলা

তৃতীয় ধাপে করোনা পরীক্ষায় উত্তীর্ণ যুবারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৯:৪৮ পিএম

তৃতীয় ধাপে করোনা পরীক্ষায় উত্তীর্ণ যুবারা

বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট। এর আগে তিন ধাপে যুবাদের করোনা পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট। এর আগে তিন ধাপে যুবাদের করোনা পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ও শেষ ধাপের করোনা পরীক্ষার পর জানা গেছে কারো শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েনি। গত বৃহস্পতিবার তৃতীয় ধাপে ১৭ ক্রিকেটার ও ৪ কোচিং স্টাফ সহ ২১ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে এর আগে দ্বিতীয় ধাপের প্রথম করোনা পরীক্ষায় যুবা দলের ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতির শরীরে করোন ধরা পড়েছিল। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যেহেতু ইফতির রিপোর্ট একবার পজেটিভ এবং আবার নেগেটিভ তাই তার শরীরে করোনা উপস্থিতি সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে তৃতীয় পরীক্ষা ও রিপোর্টের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট বিভাগ। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে ইফতি বিকেএসপির ক্যাম্পে যোগ দেয়ার ছাড়পত্র পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এএম কায়সার। অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারদের মধ্যে গত ১৬ আগস্ট প্রথম ধাপে ১৫ ক্রিকেটার ও ১২ সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করেছিল বিসিবি। পরদিন পাওয়া প্রতিবেদনে জানা গিয়েছিল সবাই করোনা নেগেটিভ। কিন্তু ১৮ আগস্ট দ্বিতীয় ধাপের পরীক্ষায় ১৫ ক্রিকেটারের মধ্যে ইফতির করোনা ধরা পড়ে। তাই তাকে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে বিসিবির মেডিকেল ইউনিট। এরপর বিসিবিতে অনুষ্ঠিত হয় তৃতীয় ও শেষ ধাপের করোনা পরীক্ষা। যেখানে প্রথম ধাপের মত সবার রিপোর্ট নেগটিভ এসেছে। ইতোমধ্যে যারা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন তারা বিকেএসপিতে চলে গিয়েছেন। এ বিষয় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, আমরা খুব খুশি। তৃতীয় ধাপে যাদের করোনা পরীক্ষা করা হয়েছে তাদের সবারই ফলাফল নেগেটিভ এসেছে। শেষ দফার সবাই নেগেটিভ আসায় তাদের বিকেএসপির ক্যাম্পে যোগ দিতে কোনও বাধা নেই। তাই তারা বিকেএসপিতে চলে গিয়েছে। বরিশাল বিভাগের ভোলা উপজেলার অলরাউন্ডার ইফতেখার হোসেন নিজেকে খানিক দূর্ভাগা ভাবতেই পারেন। কারণ সতীর্থদের কারও করোনা পজিটিভ না হলেও, ইফতির শুধু করোনা পজিটিভ। অথচ সুঠামদেহী ১৮ বছর বয়সী যুবকের কোনরকম উপসর্গ নেই। এমনকি দেখে বোঝার উপায় নেই যে তার করোনা হয়েছে। তারপরও রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে, তাই তাকে আপাতত বিসিবি একাডেমিতেই আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু দ্বিতীয় বার ইফতির করোনা পরিক্ষার রিপোর্ট হাতে পেয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। প্রথমবার পজেটিভ এবং দ্বিতীয়বার নেগেটিভ হবার পর শতভাগ নিশ্চিত হতে তৃতীয় পরীক্ষা ও রিপোর্টের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয় বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এএম কায়সার বলেন,‘আমাদের প্রথমবারের পরীক্ষায় ইফতির করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তাকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছি। তো তার রিপোর্ট নেগেটিভ এসেছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমরা ইফতিকে তৃতীয়বার পরীক্ষা করাবো। যেহেতু একটা পজেটিভ আর একটা নেগেটিভ। তাই আমরা শতভাগ নিশ্চিত হতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App