×

জাতীয়

ঢাকাকে গ্রাস করেছিল ভয়-ত্রাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০১:৩৮ এএম

ঢাকাকে গ্রাস করেছিল ভয়-ত্রাস

২১ আগস্ট গ্রেনেড হামলা

পনের আগস্টের মতোই একুশে আগস্টে ভয় আর ত্রাস গ্রাস করেছিল গোটা ঢাকাকে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশস্থল পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সেই উপুর্যপরি ১৩টি গ্রেনেড হামলায় থমকে গিয়েছিল রাজধানী। স্তম্ভিত হয়ে গিয়েছিল দেশের মানুষ।

বিভীষিকময় সেই গ্রেনেড হামলার পরই ভয়, শঙ্কা ও ত্রাস গ্রাস করে ফেলেছিল গোটা রাজধানীকে। গণহত্যার সেই উত্তেজনা ও শোক আছড়ে পড়েছিল দেশ-বিদেশে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়েছিল সেদিনের খবর। তবে ভয়াবহতা আরো ছিল।

হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে যখন ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই পুলিশ বিক্ষোভ মিছিলের ওপর বেধড়ক লাঠি-টিয়ার শেল চার্জ করে। একইসঙ্গে নষ্ট করা হয় সেই রোমহর্ষক ঘটনার যাবতীয় আলামত।

পরবর্তীতে রাষ্ট্রীয় ‍পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ মদতে ওই ঘটনা ধামাচাপা দিতে ও ‘জজ মিয়া’ নাটক সাজিয়ে ভিন্ন খাতে প্রবাহিতসহ হেন কোনও কাজ নেই, যা করেনি বিএনপি-জামায়াত জোট সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App