×

সারাদেশ

জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ লঞ্চ চলাচল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৭:৪৪ পিএম

জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ লঞ্চ চলাচল

জোয়ারে পানিতে উত্তাল নদী। ছবি: মেহেদী হাসান শরীফ।

দৌলতখানে আবারও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বুধবার (২১ আগস্ট ) দৌলতখান উপজেলায় আবারও অস্বাভাবিক জোয়ারের কারণে তলিয়ে গেছে ফসলি জমি। তলিয়ে গেছে ঘরবাড়ি। এসব মানুষ নিয়েছেন উ‍চুঁ স্থানে। নদী উত্তাল থাকায় অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্লাবিত এলাকাগুলো হচ্ছে, চর হাজারীসহ ৭, ৮ নম্বর ওয়ার্ড, হাজীপুর, সৈয়দপুর ও চরপাতার নিম্নাঞ্চল। এছাড়া বেরিবাঁধের ভিতরের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় চরাঞ্চলের অসংখ্য গরু, মহিষ. হাঁস-মুরগী, ভেড়া-ছাগল, জোয়ারের পানিতে ভেসে গেছে। সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো ছিল। দুপুরের পর থেকে হঠাৎ ভারী বর্ষণ হওয়ায় বেশ কিছু এলাকার কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছ পালা। হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু জানান, জোয়ারের পানিতে হাজিপুর চরের রাস্তাঘাট, অবকাঠামো, গৃহপালিত পশু, বসতঘর, গুচ্ছ গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ জানান, জোয়ারের পানিতে অনেক জায়গায় বাঁধগুলো ঝুঁকিতে রয়েছে। চরাঞ্চলগুলো বিশেষ করে ভবানীপুর, হাজিপুর, মেদুয়া, মদনপুর, গুচ্ছগ্রামগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App