×

খেলা

আইসোলেশনে হ্যারি কেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৯:২৩ পিএম

আইসোলেশনে হ্যারি কেন

বাহামাস থেকে পারিবারিক ছুটি কাটিয়ে এখন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে। এরি মধ্যে শুরু হচ্ছে তার ক্লাব টটেনহ্যামের অনুশীলন। ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার ফলে টটেনহ্যামের অনুশীলন মিস করছে ২৭ বছর বয়সি এই ইংলিশ অধিনায়ক। গত মৌসমে ২৬ জুলাই ক্রিস্টাল প্যালেসের সঙ্গে শেষ ম্যাচ খেলে পারিবারিক ছুটি কাটাতে বাহামাস গিয়েছিল টটেনহ্যামের অন্যতম এই গোল স্কোরার। বাহামাসে তাকে কোনো ধরনের আইসোলেশন মানতে হয়নি। কিন্তু ৮ আগস্টের পর ইউ কে সরকার ভ্রমণের পর ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন জারি করলে তাকে ১৪ দিন ঘরে কাটাতে হচ্ছে। হ্যারি কেনের আইসোলেশন শুরু হচ্ছে আজ থেকে।

এদিকে টটেনহ্যামের কোচ মরিনহো জানিয়েছেন, আইসোলেশনের জন্য হ্যারি কেনকে অনুশীলন সেশনের প্রথম দিকে না পেলেও খুব একটা সমস্যা হবে না তার দলের। তিনি এও নিশ্চিত করেন ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে যোগ দিবেন হ্যারি কেন। এদিকে কেনের ভ্রমণের সময়ের অনুশীলন সেশনের একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে যেখানে বোঝা যাচ্ছে করোনার এই কঠিন সময়েও কিভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন। ইংলিশ অধিনায়ক কেনের কোয়ারেন্টাইনে থাকলেও ইংলিশ দলের হয়ে আইসল্যান্ড এবং ডেনমার্কের বিপক্ষে খেলতে তার কোনো সমস্যা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App