×

সারাদেশ

বহিস্কৃত শিক্ষক বেতন পাওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৪:৫৬ পিএম

বহিস্কৃত শিক্ষক বেতন পাওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

আশরাফুর রহমান শিরু। ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের যৌন কেলেঙ্কারির দায়ে বহিস্কৃত সিনিয়র শিক্ষক আশরাফুর রহমান শিরুর সরকারি বেতনের পুরো টাকা উত্তোলনের বিষয়টি অবশেষে নজরে এনেছেন কর্তৃপক্ষ। বিধি বর্হিভূতভাবে এ কাজে সহায়তা করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজ উদ দৌল্লাহ স্বাক্ষরিত শোকশ নোটিসে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে গত ১০ আগষ্ট দৈনিক ভোরের কাগজ লাইভে ‘সিংগাইরে বরখাস্ত শিক্ষকের বেতন-ভাতা উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে শোকজ নোটিসে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ছাত্রী ধর্ষণের চেষ্টা অভিযোগে শিক্ষক আশরাফুর রহমান শিরুকে গত বছরের ১ অক্টোবর সাময়িকভাবে বহিস্কার করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় বিক্ষোভ , মানববন্ধনসহ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। বহিস্কারের পর থেকে সরকারি বেতনের অর্ধেক টাকা নেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকের সহায়তায় সে পুরো টাকা উত্তোলন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App