×

অর্থনীতি

জীবনভর কৃষককের মুক্তির জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ১০:৫০ পিএম

জীবনভর কৃষককের মুক্তির জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু

ছবি: ভোরের কাগজ

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এমএমই ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২০ আগস্ট) এসএমই ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, জীবনভর কৃষক ও মজুরদের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। তিনি আরো বলেন, ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলেও বাঙ্গালী জাতির জন্য তাঁর সংগ্রাম তাঁকে একাধারে মৃত্যুঞ্জয়ী, কালজয়ী এবং বিশ্বনেতা করে তুলেছে। তাঁর লেখা তিনটি গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' কারাগারের রোজনামচা' এবং 'আমার দেখা নয়া চীন' -এ জাতির পিতা বঙ্গবন্ধুর অসাধারণ সাহিত্যবোধ এবং জাতির প্রতি তাঁর মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত করে দোয়া করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App