×

পুরনো খবর

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪১ শনাক্ত ২৭৪৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৪:৪৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৭ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৮৫ হাজার ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৭৮১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৭ জন নারী । বুধবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৭৮টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি নমুনা। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App