×

মুক্তচিন্তা

সাইদা খানমের প্রয়াণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৭:৩১ পিএম

গত সোমবার রাতে বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী, সাংবাদিক সাইদা খানম মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মহীয়সী নারীর মৃত্যুতে আমরাও শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সাইদা খানম ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৬৮ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর করেন। পরবর্তীকালে ১৯৭২ সালে পুনরায় লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর করেন। ফটোসাংবাদিকতার শুরু ষাটের দশকে, তখনকার বেগম পত্রিকায় কাজের মধ্য দিয়ে। এরপর তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়। আলোকচিত্রী হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি। সত্যজিতের একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেন তিনি। ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে সাইদা খানমের তোলা প্রায় ৩ হাজার ছবি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের অনেক কিছুর সাক্ষী সাইদা খানমের ক্যামেরা। তার ক্যামেরায় ধরা পড়েছে রুগ্ণ শিশুকে স্নেহরত মাদার তেরেসা, অভিবাদন গ্রহণরত বঙ্গবন্ধু থেকে বিজয়ের বাংলাদেশে আনন্দিত মানুষের ছবি। দেখিয়েছেন মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের নিহত হওয়ার নির্মম দৃশ্যাবলি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর আগের একটি সাদাকালো ছবি আমাদের খুব চেনা অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা। ছবিটি সাইদা খানম তুলেছিলেন আজিমপুর এলাকা থেকে। শুধু ছবি নয়, এর সঙ্গে থাকত তার নিজের লেখাও। সাহিত্যিক হিসেবেও তার কাজ গুরুত্বপূর্ণ। সত্যজিৎ রায়কে নিয়ে তার বই আমার চোখে সত্যজিৎ রায় খুব স্বাদু গদ্যে লেখা। আর তার আত্মস্মৃতিমূলক বই স্মৃতির পথ বেয়ে বাংলা সাহিত্য ও সামাজিক ইতিহাসে এক বিশেষ প্রাপ্তিই বটে। ব্যক্তিজীবনে এমন সাফল্য তার অনেক। কাজের স্বীকৃতিস্বরূপ সেই পঞ্চাশের দশকেই জার্মানি থেকে পেয়েছিলেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোলন পুরস্কার। সে সময়ের এমন কোনো পত্রিকা নেই, যেখানে তার ছবি ছাপা হয়নি। এছাড়া তিনি একুশে পদক, ইউনেস্কো অ্যাওয়ার্ড, অনন্যা শীর্ষ দশ পুরস্কার, বেগম পত্রিকার ৫০ বছর পূর্তি পুরস্কার, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সম্মানসূচক ফেলোসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভ‚ষিত হয়েছেন। অদম্য সাহসী আলোকচিত্রী সাইদা খানমের অনুপ্রেরণায় পরবর্তীকালে এ সাহসিকতা ও মর্যাদাপূর্ণ পেশায় অনেক নারীর পদচারণা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমে আলোকচিত্রে নারী সাংবাদিকরা পেশা হিসেবে বেছে নিয়েছেন। এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরো বাড়বে। প্রেরণার উৎস সাইদা খানম। আমরা বলব, বাংলাদেশে নারী জাগরণের অন্যতম পথিকৃৎ সাইদা খানম তার কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App