×

আন্তর্জাতিক

বিজেপির পক্ষে কাজ করছে ফেসবুক, কংগ্রেসের চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১২:৩৭ পিএম

বিজেপির পক্ষে কাজ করছে ফেসবুক, কংগ্রেসের চিঠি

ফেসবুক বিজেপির পক্ষে কাজ করছে এমন খবরে তোলপাড় ভারতের রাজনীতি

বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে ফেসবুক। এমনকি নিজেদের ঘোষিত নীতির বাইরে গিয়ে সচেতনভাবে দলটির নেতাদের বিদ্বেষমূলক পোস্টের ব্যাপারে নীরব থাকে প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদন সামনে আসার পরই দিল্লিতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এর জেরে এবার ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে চিঠিও লিখেছে ভারতের বিরোধী দল কংগ্রেস।

চিঠিতে ভারতে ফেসবুক লিডারশিপ টিম কীভাবে কাজ চালায়, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে। দলের পক্ষ থেকে জাকারবার্গকে ওই চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

চিঠিতে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘এটা স্পষ্ট যে ভারতে ফেসবুক একটা রাজনৈতিক দলের (বিজেপি) হয়ে কাজ করছে। বিজেপি নেতাদের বিদ্বেষমূলক কাজে সহযোগিতা করছে। ভারতের নির্বাচনি গণতন্ত্রে হস্তক্ষেপ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে।’

উল্লেখ্য, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এক্সিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘হেট স্পিচ রুলস’ কার্যকর করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মীদের সরাসরি না করে দিয়েছেন। কেননা, সরকারি দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারতে ফেসবুকের ব্যবসা ধাক্কা খেতে পারে। এদিকে, ভারতে ফেসবুকের পলিশি প্রধান আঁখি দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রদায়িক হিংসায় উস্কানি ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ছত্তীসগড়ের একজন সাংবাদিক। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App