×

সারাদেশ

রিজভীর সামনেই বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৭:৫৩ পিএম

রিজভীর সামনেই বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সামনেই নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন নেতাকর্মী। আহতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ প্রমুখ নেতাকর্মী। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় অনুষ্ঠানের মঞ্চে রাখা আসনে কে কে বসবেন তা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, রবিউল আলম সৈকত, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছা সেবক দলের আবু হানিফ বিপ্লব, ওয়াহেদ রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, কাজলসহ উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। তবে সংঘর্ষের ব্যাপারে জেলা বিএনপির দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App