×

রাজধানী

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদার চান শ্রিংলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১২:৪৩ পিএম

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদার চান শ্রিংলা

সাক্ষাৎকালে শ্রিংলা। ছবি: সংগৃহীত।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের প্রতি গুরুত্বারোপ করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে শ্রিংলা এ কথা জানান।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত পরীক্ষিত বন্ধু। দুই দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এ সম্পর্ক আগামীতে আরো বাড়বে।

সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে অধিকহারে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পক্ষে মত দেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে আকস্মিক সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শ্রিংলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App