×

সারাদেশ

তিনি একজন মুক্তিযোদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০২:৪৭ পিএম

তিনি একজন মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা সুধীর মন্ডল (৭৫)

তিনি একজন মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা ভাতাতেই সংসার চালান তিনি। ঘর ঠিক করার সামর্থ নেই তার।

জাতির শ্রেষ্ঠ সন্তান ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাউতিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুধীর মন্ডল (৭৫)। যিনি এদেশের জন্য জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে । আজ এই বীর মুক্তিযোদ্ধার পরিবারটি অসহায় মানবেতর জীবনযাপন করছেন। ঝড়বৃষ্টিতে শেষ সম্বল পাটকাঠি আর ভাঙাটিনের চালার ঘরটি দিয়েও পড়ছে পানি।

বয়সের বোঝা আর বার্ধক্যে রোগ কেড়ে নিয়েছে তার কর্মক্ষমতাটুকুও এখন শুধু শেষ অবলম্বন মুক্তিযোদ্ধা ভাতা, যা দিয়ে নিজের চিকিৎসা আর ছয় সদস্যের সংসারের জন্য খাবার জোগাতে পরিবারটি হয়ে পড়েছে অসহায়।

[caption id="attachment_237796" align="alignnone" width="720"] মুক্তিযোদ্ধা ভাতাতেই সংসার চালান তিনি। ঘর ঠিক করার উপায় নেই তার।[/caption]

মুক্তিযোদ্ধা সুধীর মন্ডল জানান, তিনি কর্মজীবনের ছিলেন একজন কাঠমিস্ত্রী। বয়সের কারণে তাকে ছেড়ে দিতে হয়েছে কাজটি। এখন শুধু শেষ সম্বল মুক্তিযোদ্ধা ভাতা। এ দিয়ে নিজের চিকিৎসা আর সংসারের হাল ধরতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

আবার অন্যদিকে ভাঙা ঘরটিও মেরামত করতে পারছেন না অর্থের অভাবে যা দিয়ে প্রতিনিয়তই বৃষ্টিতে পানি পড়ে। তাই তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App