×

সারাদেশ

ভাতিজির লাশ বুকে নিয়ে চাচার আহাজারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০২:২৫ পিএম

ভাতিজির লাশ বুকে নিয়ে চাচার আহাজারি

ভাতিজির লাশ বুকে নিয়ে চাচার আহাজারি

ভাতিজির লাশ বুকে নিয়ে চাচার আহাজারি
ভাতিজির লাশ বুকে নিয়ে চাচার আহাজারি

বাবা ও মেয়ে

পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলে প্রশস্ত বৃক্ষের মতো ছায়াদানকারী বাবার বুকে। শত আবদার আর নির্মল শান্তির এ গন্তব্যটি কারোরই অজানা নয়। তেমনি এক গল্প উপরের ছবিটি। স্নেহ-ভালোবাসায় সন্তানদের বুকে জড়িয়ে ধরে বাবা-মা মাইক্রোবাসে যাচ্ছিলেন আত্মীয়ের বাসায়। কে জানতো এই পথেই তাদের শেষ যাত্রা। মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের আটজন মারা যায়। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর একটি দৃশ্য সবাইকে কান্নায় ভাসিয়ে দেয়। ফুটফুটে এক কিশোরীর লাশ বুকে আগলে রেখে হাহাকার করছিলেন এক ব্যক্তি। দৃশ্যটা ক্যামেরাবন্দী করেন সাংবাদিকরা। সেই ছবিটা প্রকাশিত হয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফেসবুকে মর্মান্তিক হৃদয়স্পর্শী ছবিটা পোস্ট করে অনেকেই আবেগময় কথা লেখেন। সেই আবেগের লক্ষ্য ছিল না সেই কিশোরী কিংবা হাহাকার করা ব্যক্তির পরিচয়। [caption id="attachment_237794" align="aligncenter" width="480"] ভাতিজিকে মেয়ের মতোই দেখতেন চাচা শরফুল।[/caption] [caption id="attachment_237797" align="aligncenter" width="720"] ভাতিজির লাশ নিয়ে চাচার আহাজারি[/caption] মেয়ের লাশকে জড়িয়ে ধরে উন্মাদের মতো করতে পারেন তো একমাত্র বাবাই। তবে ঘটনাটা আরো মর্মস্পর্শি। হাহাকার করা সেই ব্যক্তি ছিলেন বুলবুলি নামের কিশোরীটির চাচা শারফুল। শারফুলের কোনো সন্তান নেই। এজন্য ভাই শাহজাহানের মেয়ে বুলবুলিকে নিজের মেয়ের মতো আদর-যত্ন করতেন। নালিতাবাড়ীতে খালাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তিনিও। একই গাড়িতে ছিলেন তারা সবাই। দুর্ঘটনার পর নিজে বেঁচে গিয়ে দেখেন তার আদরের সন্তানতুল্য ভাতিজি মৃত। সেই লাশ দেখেই আহাজারি শুরু করেন শারফুল। বুলবুলির লাশ বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়েন। এই কান্নার দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে যায়। দৃশ্যটি দেখে সবাই মনে ভেবেছিলেন বাবা-মেয়ে। পরে জানা গেল চাচা-ভাতিজি। অনেকেই বলছেন, পরিচয় যা-ই হোক, বাবা- মেয়ে না হোক, তবে পিতৃত্বের আবেগ কতটা তীব্র হতে পারে তারই দৃষ্টান্ত ছবিটি। পিতৃত্বের কোনো রং নেই, ভুল নেই, অপরাধ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App